অতিমারীর দাপটে যখন প্রাণ বাঁচানো মুশকিল তখন পড়াশোনার বিষয় নিয়ে ভাবাটা অনেকের কাছেই বিলাসিতা।কারন স্কুলের তরফে অনলাইন পড়াশোনার ব্যবস্থা করা হলেও প্রত্যন্ত গ্রামাঞ্চল গুলিতে যথাযথ পরিষেবা পাওয়া ছাত্র ছাত্রীদের কাছে যেন অলীক কল্পনা। সেই দুঃসময়ে গ্রাম মফস্বলের ছাত্রছাত্রীদের সক্রিয় রাখতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে দিবারাত্র প্রাণপাত করেছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এমন ৯২জন শিক্ষক-শিক্ষিকাকে ‘সৈনিক’ সম্মানে ভূষিত করল রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট), এদিন ম্যাকাউটের তরফে কলকাতা বইমেলায় শিক্ষকদের সন্মান জানানোর পাশাপাশি উপাচার্য সৈকত মিত্র এই শিক্ষক শিক্ষিকাদের কুর্নিশ জানিয়ে বলেন এঁদের সাহায্য ছাড়া করোনাকালে পড়ুয়াদের পড়াশোনার মূলস্রোতে কিছুতেই ধরে রাখা যেত না।