স্কুলের মধ্যেই দুই শিক্ষকের মধ্যে বচসা থেকে হাতাহাতি । তেনাদের কাণ্ডে কার্যত রক্তাক্ত হলো শিক্ষাঙ্গন । এহেন নিন্দনীয় ঘটনার সাক্ষী থাকলো দেগঙ্গা থানার অন্তরগর্ত বাজিতপুর এম এস কে স্কুল ।সূত্রের খবর , টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে এই স্কুলের শিক্ষক কার্তিক চন্দ্র পাল কথা বলতে গেলে হঠাৎই তাকে মারধর শুরু করে প্রধান শিক্ষক । চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে দেখতে পান প্রধান শিক্ষকের মারে রক্তাক্ত জখম আরো এক শিক্ষক । আহত শিক্ষককে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে বারাসাত মহাকুমার হাসপাতাল স্থানান্তর করা হয়।ইতিমধ্যেই প্রধান শিক্ষক কে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা । ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সংলগ্ন এলাকা জুড়ে । আপাতত আজকের মতো বন্ধ রাখা হল স্কুল ।