পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে দুর্ঘটনার শিকার কনুয়া হাই মাদ্রাসার ২০২২ শিক্ষাবর্ষের মাদ্রাসার বোর্ডের মাধ্যমিক পরীক্ষার্থী দুই পরীক্ষার্থী।টোটোয় করে এই দিন পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো পাল্টি খেয়ে গুরুতর জখম হয় তানজিনা খাতুন ও রেনু খাতুন নামের ওই দুই পরীক্ষার্থী।স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি করে পরীক্ষার্থীদের মালদহের চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে আসা হলে সেখানেই তাদের পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করে স্কুল কর্তৃপক্ষ। তিন ঘন্টার ওই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিল স্কুল পরিদর্শক থেকে শুরু করে পুলিশ প্রশাসন ও স্কুলের শিক্ষকরা। তবে গুরুতর জখম অবস্থায় থাকায় পরীক্ষা চলাকালীন দফায় দফায় তাদের বেগ পেতে হয়।

কনুয়া হাই মাদ্রাসা পরিচালন সমিতির সদস্য ফিরোজ চৌধুরী জানান, ‘ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি তাদের পরীক্ষার ঠিকভাবে হচ্ছে কিনা আমরা সেটাও দেখছি।’