দোল বা হোলি আনন্দের উৎসব রঙের উৎসব। সেই উৎসবের আনন্দে যেন কোনভাবেই না লাগে রক্তের দাগ, এমন সর্তকবার্তা অনেক আগেই দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে কারন কোন একজনের আনন্দ, অনেকের জীবনে বিপদের কারন হতে পারে। আর দোল উৎসবকে ঘিরে প্রশাসনের এ আশংকাই এবার সত্যি প্রমাণিত হয়েছে, দোল এবং হোলি খেলার পর কখনো অসাবধানতা বসত কখনো বা অতিরিক্ত মদ্যপানের কারনে ঘটেছে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা। দোল বা হোলির দিনে বেলুনে রং বা জল ভরে পথচারীদের লক্ষ্য করে ছুড়ে মারেন অনেকেই।
होली खेलिए लेकिन किसी की जिंदगी से खिलवाड़ मत कीजिए.
— Puneet Kumar Singh (@puneetsinghlive) March 19, 2022
खुशियां बांटें लेकिन किसी की खुशी छीनकर नहीं. pic.twitter.com/zJBvM3V5pE
নিছক সেই মজা যে কতটা বিপদ ডেকে আনতে পারে উত্তরপ্রদেশের বাগপতের একটি ঘটনা তারই প্রমাণ। এদিন হোলি উপলক্ষ্যে একটি যাত্রী বোঝাই অটো রাস্তা দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় সেই অটোকে লক্ষ্য করে বেলুন ছুড়ে মারেন এক যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি যাত্রীদের নিয়ে উল্টে কয়েক হাত ঘষটাতে ঘষটাতে যায়।গন মাধ্যমে ভয়ানক সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতে শিউরে উঠেছেন অনেকেই। তবে কত জন যাত্রী আহত হয়েছেন সে বিষয়ে বিশেষ কিছু জানা না গেলেও ওই ঘটনায় অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।