রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব অনেক আগেই পড়েছে ভারতীয় বাজারে। যুদ্ধ সূচনার সাথে সাথেই একদিকে যেমন রেকর্ড পতন হয়েছে শেয়ার বাজারে তেমনই চড়চড়িয়ে বেড়ে চলেছে পেট্রোপণ্যের পাশাপাশি সোনার দাম। তবে এ মূল্যবৃদ্ধি উত্তরপ্রদেশের জন্য কিছুটা থমকে থাকলেও সোমবার নির্বাচন শেষ হওয়ার পর দাম বাড়ার আশঙ্কা করছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।বাড়তে থাকা জ্বালানির দামে কেন্দ্র অন্ত শুল্ক প্রত্যাহার করায় গত বছরের ৪ নভেম্বর পেট্রল ও ডিজেলের দাম কমেছিল। পশ্চিমবঙ্গে পেট্রলের দাম হয় লিটার প্রতি ১০৪.৬৭ টাকা। আর ডিজেলের দাম লিটার প্রতি ৮৯.৭৯ টাকা।

রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া ফলে এই মুহূর্তে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের ব্যারেল পিছু যা দাম, তার সঙ্গে সামঞ্জস্য রাখতে গেলে দু’টি জ্বালানিরই দাম গড়ে ১৫ থেকে থেকে ৮ টাকা প্রতি লিটারে বাড়াতে হবে।ইন্ডিয়ান পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের দাবি অনুযায়ী শীঘ্রই এক লাফে প্রায় ১৫ টাকা দাম বাড়ার সম্ভাবনা পেট্রল ও ডিজেলের। সুতরাং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার সাথে সাথে প্রভাব পড়তে পারে গণপরিবহণের ক্ষেত্রেও।