আজ প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের নয়া সূচি। উপনির্বাচনে কারনে আবারো বদল পরীক্ষার সময়সূচিতে ফলে উচ্চ মাধ্যমিকের বদলে যাওয়া সময়সূচির সঙ্গে ফের সংঘাত জয়েন্টের পরীক্ষার। প্রসঙ্গত, এর আগে জয়েন্টের সময়সূচির সঙ্গে উচ্চ মাধ্যমিকের বেশ কয়েকটি পরীক্ষার তারিখ মিলে যাওয়ায় এক বার পরীক্ষার রুটিন বদলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সেইমতো জয়েন্টের পরীক্ষার সময়সূচিও বদল হয় গত সোমবার এবং জয়েন্টের নতুন সূচির জন্য আইএসসি পরীক্ষার রুটিনও বদলাতে হয়েছে। জয়েন্ট এন্ট্রান্স মেনের নতুন সময়সূচি অনুযায়ী এপ্রিল মাসের ২১, ২৪, ২৫, ২৯ তারিখ এবং মে মাসের ১ এবং ৪ তারিখ পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ২৫ এপ্রিল উচ্চ মাধ্যমিকেরও পরীক্ষা রয়েছে।

এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠকের সম্মুখীন হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে আগে নির্বাচনের কমিশনের বিবেচনা করা উচিত ছিল বলেন এবং উচ্চ মাধ্যমিকের সময়সূচি বারবার বদলানোর জন্য পরীক্ষার্থীদের কাছে ক্ষমাও চেয়ে জানান, এর আগের সময়সূচিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৬ এপ্রিল কিন্তু এখন তা শেষ হতে চলেছে ২৭ এপ্রিল।উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫।আগামী ৩০ এপ্রিল থেকে হবে পশ্চিমবঙ্গের জয়েন্ট পরীক্ষা।
উচ্চ মাধ্যমিকের নতুন সময়সূচি
পরীক্ষার দিন | পরীক্ষার বিষয় |
২ এপ্রিল (শনিবার) | বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাতি, পাঞ্জাবি |
৪ এপ্রিল(সোমবার) | বাংলা (দ্বিতীয় ভাষা), ইংরেজি (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা), অল্টারনেটিভ ইংরেজি |
৫ এপ্রিল(মঙ্গলবার) | ভোকেশনাল শিক্ষার সব ক’টি বিষয়, স্বাস্থ্য এবং শারীরশিক্ষা, সঙ্গীত এবং ভিসুয়াল আর্ট (পরীক্ষা হবে ২ ঘণ্টা) |
১৬এপ্রিল(শনিবার) | গণিত, মনোবিদ্যা, নৃতত্ত্ববিদ্যা, কৃষিবিদ্যা, ইতিহাস |
১৮এপ্রিল(সোমবার) | অর্থনীতি |
১৯এপ্রিল(মঙ্গলবার) | কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য এবং শারীরশিক্ষা, সঙ্গীত, ভিসুয়াল আর্ট |
২০ এপ্রিল (বুধবার) | কমার্শিয়াল ল, দর্শন এবং সমাজবিজ্ঞান |
২২ এপ্রিল(শুক্রবার) | পদার্থবিদ্যা ,পুষ্টিবিদ্যা, এডুকেশন এবং অ্যাকাউন্ট্যান্সি |
২৩ এপ্রিল(শনিবার) | স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট |
২৬এপ্রিল(মঙ্গলবার) | রসায়ন, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি |
২৭ এপ্রিল (বুধবার) | জীববিদ্যা, বিজনেস স্টাডিজ এবং রাষ্ট্রবি়জ্ঞান |