শহরের সর্বনিম্ন তাপমাত্রা এখনো পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ১ডিগ্রী নিচে ঘোরাফেরা করলেও এই সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা আরো ২-৩ ডিগ্রী সেলসিয়াস বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

বিহার এবং সিকিমের ওপর ঘূর্ণাবর্ত থাকার সাথে সাথে পূর্ব বাংলাদেশ এবং দক্ষিণপূর্ব বঙ্গপোসাগরের ওপরেও তৈরী হয়েছে দুটি ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ কর্ণাটক থেকে ছত্তিসগড় এবং মহারাষ্ট্র থেকে ছত্তিসগড় হয়ে বিহার পর্যন্ত দুটি অক্ষরেখার বিস্তৃত হলে সামনের কয়েকদিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর, তাই বাংলার কপালে আপাতত গরমই।