এদিন মাঝরাতে মহারাষ্ট্রের পালঘরের বাসিন্দা জাপ গ্রামের এক বৃদ্ধ ঝগড়ার আওয়াজ পেয়ে ঘরে থেকে বেরিয়ে আসেন। তার ছেলে এবং বৌমার ঝগড়া থামানোর চেষ্টা করলে বৃদ্ধের ছেলে কাস্তে নিয়ে আঘাত করে তাকে। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে হাসতাপালে নিয়ে যাওয়া হলে ওনাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানিয়েছেন , প্রায় রোজ রাতেই ঝামেলার আওয়াজ পেতেন তারা।কিন্তু এরকম ঘটনা ঘটবে তা তারা কল্পনাও করতে পারেননি।পুলিশ জানিয়েছে, মূলত রাগের বশেই এমন কান্ড ঘটিয়েছে অভিযুক্ত সুনীল।