আজ ৪ ডিসেম্বর, নৌ দিবস। প্রত্যেক বৎসর এই দিনটি যে সমস্ত নৌবাহিনীর সৈনিকেরা দেশের স্বার্থে প্রাণ দিয়েছেন কাজের জন্য উৎসর্গ করা হয়।
On the occasion of #NavyDay, I salute all the brave sailors who guard our waters. Jai Hind
— Mamata Banerjee (@MamataOfficial) December 4, 2020
আজ নৌ দিবস উপলক্ষে নৌবাহিনী সৈনিকদের উদ্দেশ্য স্যালুট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি লিখেছেন, দেশের সমস্ত সাহসী সৈনিক যারা জলপথে উপস্থিত থেকে ভারতকে রক্ষা করে চলেছে, তাদের সকলকে স্যালুট। জয় হিন্দ।