সম্প্রতি করণা আক্রান্ত হয়েছিলেন সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষা হাসি দাশগুপ্ত। কিন্তু শেষ পর্যন্ত করোনার সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন হাসিদেবী। এদিন, করণা কেড়ে নিল হাসিদেবীর প্রাণ।
প্রথম সারির করোনা যোদ্ধার এহেন মৃত্যুতে টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ডাক্তার হাসি দাশগুপ্তের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। হাসিদেবী সমাজে যে অবদান রেখে গিয়েছেন, তার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Saddened to hear about the tragic death of Dr Hasi Dasgupta, who lost the battle to COVID-19. She was serving as the Principal of College of Medicine & Sagore Dutta Hospital. We remain in gratitude for her contributions. My prayers are with her family in this tough time.
— Mamata Banerjee (@MamataOfficial) December 3, 2020