সম্প্রতি প্রায় এক বছর ধরেই বিভিন্ন কলেজের অস্থায়ী শিক্ষাকর্মীরা দাবি জানিয়ে আসছেন তাদের পারিশ্রমিক বৃদ্ধি এবং অন্যান্য সুবিধার জন্য। কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও, সরকার তরফে এখনো পর্যন্ত কোনো রকম সহযোগিতা করা হয়নি।
এবার বিভিন্ন কলেজে আন্দোলনরত অস্থায়ী শিক্ষাকর্মী দের দাবি মেটানোর জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। এর আগেও সুজন চক্রবর্তী আন্দোলনরত অবস্থায় শিক্ষা কর্মীদের হয়ে রাজ্য প্রশাসন কে আবেদন জানিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি কিছুই।
চিঠিতে তিনি লিখেছেন, উৎসবের মরসুমে পেরিয়ে শীতকাল চলে এসেছে, এখনো শিক্ষা কর্মীরা অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছে। শীঘ্রই তাদের দিকটি মানবিকতার সঙ্গে বিবেচনার প্রয়োজন রয়েছে।
তবে এ বিষয়ে, রাজ্য প্রশাসন সূত্রে কিছু জানানো হয়নি।