আজকের দিনে দাঁড়িয়ে দেশের সবথেকে বড়ো ঘটনা হলো কৃষক আন্দোলন। কেন্দ্রীয় সরকার প্রবর্তিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে জারি রয়েছে কৃষক আন্দোলন। আন্দোলনরত কৃষকদের করোনা পরীক্ষা করতে উদ্যোগী হয়েছিল সোনীপত জেলা প্রশাসন।কিন্তু প্রশাসন সূত্রে খবর,কৃষকেরা কেউ পরীক্ষা করাতে চান না। তাদের দাবি অনুযায়ী ,রিপোর্ট পসিটিভ এলে তাদের আইসোলেশনে থাকতে হবে। ফলে ব্যাহত হবে আন্দোলনের কর্মসূচি। তাই তারা কেউ করোনা পরীক্ষা করাতে চান না।