বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষার খরচ কমালো রাজ্য সরকার। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেন। তিনি জানান, আরটি-পিসিআর পরীক্ষা করাতে বেসরকারি ল্যাবে ১২৫০ টাকা খরচ হয়। এবার তা ৩০০ টাকা কমিয়ে ৯৫০ টাকা করা হলো। মুখ্যমন্ত্রী জানান, মানুষ যাতে আরো বেশি করে করোনা পরীক্ষা করাতে পারে সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি ল্যাবগুলি সরকারের এই নির্দেশ অমান্য করতে পারবে না।