কৃষি বিল নিয়ে এবার বিজেপিকে পাল্টা চাপে ফেলতে কৌশলী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লিতে কৃষি বিল দিয়ে আন্দোলনরত কৃষকদের ফোন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করে কৃষি বিল নিয়ে তাদের আন্দোলনকে পুরোপুরি সমর্থন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি দিল্লির আন্দোলনকারীদের পাশে থাকার জন্য তৃণমূল কংগ্রেস তার রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন কে পাঠান। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেন। তাদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন তৃনমূলের রাজ্যসভার সাংসদ।