দুর্গা পূজো এবং কালী পূজোর রেশ যখন স্মিমিত , ঠিক সেই সময় জগতের ধারণ কত্রী রূপে বঙ্গদেশে পূজিত হন জগদ্ধাত্রী । করণা অতিমাড়ির মাঝে এবছর ২২৮ বছরে পদার্পণ করলো ভদ্রেশ্বর গৌড়হাটির তেতুলতলা জগদ্ধাত্রী পুজো । প্রতিবছর এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এলেও এ বছর তা অনেক কম । মূলত সাধারণ মানুষ ভিড় জমাতো প্রতিমার গহনা ও মালা পড়ানো দেখার জন্য । কারণ শতাব্দী প্রাচীন চিরাচরিত প্রথা অনুযায়ী ঠাকুরের গহনা থেকে বিসর্জনের বরণ , সবই করেন এলাকার পুরুষেরা ।