রাস্তায় ইদানিং গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নানা রকম ভাবে দূষিত হচ্ছে পরিবেশ। বিশেষ করে ইদানিং রাস্তায় বেরিয়ে গাড়ির হর্ন বাজানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় তার খারাপ প্রভাব পড়ছে আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার ওপর।

অকারনে হর্ন বাজানো যেমন অপ্রয়োজনীয় তেমনি বিশৃঙ্খলা সৃষ্টির অন্যতম কারন,তাই ট্রাফিক পুলিশের নয়া নিয়ম অনুযায়ী, যদি কেউ হাসপাতাল, স্কুল বা অন্য যে কোন এলাকার কাছাকাছি যানবাহনের হর্ন বাজায়, তাকে প্রথমবার ১০০০টাকা এবং পরবর্তী অপরাধের জন্য ২০০০টাকা জরিমানা করা হবে। কেউ সড়ক নিরাপত্তা, শব্দ নিয়ন্ত্রণ ও বায়ু দূষণ সংক্রান্ত নির্ধারিত মান লঙ্ঘন করলে ১০,০০০ জরিমানার সাথে সাথে ৩মাসের জন্য ড্রাইভিং লাইসেন্সও বাতিল করা হবে।লালবাজার সূত্রে খবর ,

ট্রাফিক পুলিশ অযথা মোটর সাইকেল হর্ন বাজানোর জন্য ২০০০ টাকার জন্য একটি খাড়া চক্রবৃদ্ধি জরিমানা শুরু করার পর থেকে এই মাসে বুধবার পর্যন্ত আরও ২০০টিরও বেশি মামলা হয়েছে। ফেব্রুয়ারী মাসে এই বিভাগের অধীনে ৬১৫ জন মোটর চালককে খুঁজে পাওয়া গেছে,অর্থাৎ প্রতিদিন গড়ে ২২টি মামলা দায়ের করা হয়েছে ।