দেশের বর্তমান পরিস্থিতি উত্তাল হয়ে রয়েছে কৃষি আন্দোলনে।দেশজুড়ে কৃষি আন্দোলনের ছায়া এসে পড়েছে শহর কলকাতার বুকেও। এদিন শহরের তিনটি বিভিন্ন জায়গায় বিক্ষোভে সামিল হলো প্রেসিডেন্সি ,যাদবপুর এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিটের পক্ষ থেকে উত্তর কলকাতার পূরবী সিনেমা হলের কাছে বিক্ষোভ দেখানো হয়. বিক্ষোভরত পড়ুয়ারা জানিয়েছেন কেন্দ্র বিশেষকিছু ব্যবসায়ীদের কথা ভেবে জনবিরোধী এই কৃষি আইন প্রণয়ন করেছে, তারা এই আইনের তির্বি বিরোধিতা করে।
পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখিয়ে বেশ কিচ্ছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে রাখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিট। এর সাথে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে সাধারণ পড়ুয়ারাই আন্দোলনে নেমেছিলেন।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই জানিয়েছেন অন্নদাতাদের সমস্যার সুরাহা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।