বর্তমান করোনা পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে শুরু হয়েছিল লকডাউন। সম্প্রতি শুরু হয়েছে আনলক পর্ব। রাজ্যের রেস্তোরা , পার্ক, শপিং মল থেকে শুরু করে সিনেমা হল সব কিছুর ওপর থেকেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। কিন্তু রাজ্য শিক্ষা দফতর তরফে জানানো হয়েছে চলতি বছরে আর কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব না।
পাশাপাশি , দীর্ঘ বেশ কিছু মাস ধরেই অনলাইন ক্লাস করতে হচ্ছে রাজ্যের ছাত্র ছাত্রী দের। এই অবস্থায় রাজ্য শিক্ষা দপ্তর পঞ্চম থেকে অষ্টম এবং একাদশ শ্রেণীর সব পড়ুয়াকে পাস করিয়ে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য কোনো রকম ঘোষণা করা হয়নি।
ইতিমধ্যেই প্রাক প্রাথমিক এবং অষ্টম শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই অবস্থায় রাজ্যের লক্ষাধিক নবম শ্রেণীর পড়ুয়ারা অথৈ জলে পড়েছে।
এই বিষয়ে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির দাবি , যদি নবম শ্রেণীর পড়ুয়াদের দশমে তুলে দেয়া হয় তাহলে তা যেন শীঘ্রই শিক্ষা দপ্তর জানিয়ে দেয়। নইলে ছাত্রছাত্রীরা বুঝে উঠতে পারছেনা তাদের ঠিক কোন শ্রেণীর পড়াশোনা করা দরকার।