করোনা ভাইরাস তীব্র প্রভাব ফেলেছে বিনোদন দুনিয়াতেও। পিছিয়ে গেছে প্রচুর ছবির মুক্তিদিবস।ঠিক তেমনি এই বছর মাঝমাঝি সময়ে মুক্তি পাওয়ার কথা ছিল গাল গাডট অভিনীত ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’।কিন্তু করোনা প্যান্ডেমিক পরিস্থিতিতে সিনেমাটির মুক্তিদিবস ক্রমশ পিছোতে থাকে। কিন্তু অবশেষে এবার মুক্তি পেতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত এই সুপারহিরো মুভিটি। মুভি সংস্থা জানিয়েছে, চলতি বছরে ক্রিস্টমাসে আমেরিকায় রিলিজ করবে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ ।একই দিনে ওটিটি প্লাটফর্ম এইচবিও ম্যাক্সেও দেখা যাবে ছবিটি। ছবিটির মুখ্য চরিত্রে থাকা অভিনেত্রী গাল গাডট স্বয়ং সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন খবরটি। তবে ভারত বা অন্যান্য দেশে কবে মুক্তি পাবে ছবিটি সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।