বেপরোয়া গাড়ি এবং বাইকের দৌরাত্ম আটকাতে শহরের রাস্তায় নাকা তল্লাশি চালাচ্ছে বিভিন্ন থানার পুলিশ কর্তারা। সেই মত এদিনও ধর্মতলার মোড়ে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ অফিসার সহ একাধিক পুলিশকর্মী। তখনই দেখা যায় একটি গাড়ি বেপরোয়া গতিতে আসছে। গাড়িটি কাছে আসতে পুলিশকর্মীরা থামানোর নির্দেশ দিলে চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন।
এরপরই ঘটে দুর্ঘটনাটি। হেয়ার স্ট্রেট থানার গাড়ি চালক রবি সরকার গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে , বেপরোয়া গতির গাড়িটি রবিবাবুকে ধাক্কা মেরে পালিয়ে যায়। রবিবাবু গুরুতর জখম অবস্থায় রাস্তার উল্টোদিকে ছিটকে পড়েন। তৎক্ষণাৎ যখন রবিবাবুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, রবিবাবুর বুকে এবং পায়ে গুরুতর চোট লেগেছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, এদিন বিকেল পর্যন্ত অভিযুক্ত গাড়িচালকের খোঁজ মেলেনি। তবে সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি চিহ্নিত করা হয়েছে।