নিরাপদ তো বটেই, মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কে যথাযথভাবে বাড়িয়েও দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ কোভিড 19 ভ্যাকসিন “ক্যান্ডিডেট” । প্রায় ৬ মাস আগে শুরু হওয়া গবেষণার গোড়ায় নাম ছিল ” চ্যাডক্স-১”, এখন ” এজেডডি ১২২২” । ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের এই মাস্টার স্ট্রোক এখন ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রায় এক হাজার মানুষের ওপর চালানো প্রথম পর্যায়ের রিপোর্ট পেশ করতে গিয়ে এদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর ভ্যাকসিন গ্রুপের প্রধান অ্যান্ড্রু পোলার্ড জানিয়েছেন প্রথম বাধা টপকানো সম্ভব হয়েছে, ভ্যাকসিন সফল হয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে, যার প্রমাণও মিলেছে। কিন্তু এই ভ্যাকসিন কে চূড়ান্ত ‘ফিট সার্টিফিকেট’ পেতে যে আরও অপেক্ষা করতে হবে তাও স্পষ্ট জানিয়েছেন তিনি। তবে বাজারে আসার আগেই ক্যান্ডিডেট এর চাহিদা তুঙ্গে, বার হলে হয়তো শুরু হবে হাহাকার, সেই কারণে একটি জার্মান ও একটি ফরাসি সংস্থার সাথে চুক্তি করে নিজেদের ব্যবহারের জন্য ৯ কোটি ডোজ নিশ্চিত করে ফেলেছে ব্রিটেন। এখন দেখার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর গবেষকদের এই সাফল্যে ছিটেফোটাও পায় নাকি আমাদের দেশ, নাকি থাকতে হবে আরও সুদূরপ্রসারী অপেক্ষায়।