গত অর্থবছরের এপ্রিল-জুন এই তিন মাসে কলকাতা এই সংস্থাটির স্ট্যান্ড অ্যালোন ভিত্তিতে ৩,১৭৩ কোটি ৯৪ লক্ষ টাকা নিট মুনাফা করেছিল। পরিচালন ক্ষেত্রে আই টি সির আয় এপ্রিল-জুন এই তিন মাসে ১৭.৩৯ শতাংশ কমে ৯,৫০১ কোটি ৭৫ লক্ষ টাকা হয়েছে বলে সংস্থাটির তরফে এই দিন শেয়ারবাজারকে জানানো হয়েছে।
অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সংস্থাটির নিট মুনাফা ২৬.১৮ শতাংশ কম হয়েছে। সংস্থাটির দাবি তাদের হোটেল ব্যবসা করোনার প্রভাবের একেবারেই তলানিতে, হোটেল ব্যবসা থেকে করপূর্বক ক্ষতির পরিমাণ প্রায় ২৪২.৫৮ কোটি টাকা।
