আজ থেকে উত্তর দমদম এ নতুন করে বাজার ঘাট, দোকানপাট আরো ৭দিন কড়া ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পৌর কর্তৃপক্ষ। দুদিন আগে বিষয়টি পৌরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছিল। আজ সকাল থেকেই পৌরসভার কর্মীরা নিমতা থানার পুলিশ যৌথভাবে এলাকার প্রায় ১৫ টি বড় বাজার এবং দোকানপাট সমস্ত কিছু বন্ধ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে অভিযানে নামে। পুলিশ ও পৌরসভার পক্ষ থেকে অভিযানে বেরিয়ে বেশ কয়েকটি বাজারে বাঁশ লাগিয়ে দেওয়া হয়। এমনকি যে সমস্ত দোকানদার দোকান খোলা রেখেছিল তাদের রীতিমতো ধমকের মুখে পড়তে হয়। দেখা যায়, মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোনো মানুষদের ধমক দিয়ে বাড়ি পাঠিয়েও দেওয়া হচ্ছে।