একুশে জুলাই এর শহীদ স্মরণ অনুষ্ঠানে তাঁর ভার্চুয়াল বক্তৃতায় এদিন স্বাভাবিক ভাবেই উঠে এলো করণা অতিমাড়ি প্রসঙ্গ। আর সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন করনা সংক্রমণ ঠেকাতে বাংলা আছে প্রথম সারিতেই, টেস্ট থেকে শুরু করে চিকিৎসা পরিকাঠামো, জনঘনত্বের নিরিখে বাংলা এগিয়ে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায়।