স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে হ্যান্ড স্যানিটাইজার বেশি ব্যবহার করা ভালো নয়। মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অতিরিক্ত ডিরেক্টর জেনারেল আর কে বর্মা বলেন”এমন সংক্রমণ যে হতে পারে তা ভাবা যায়নি, বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত নয়, বরং বারবার সাবান দিয়ে হাত ধোয়া দরকার “। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বেশি স্যানিটাইজার ব্যবহার করলে ত্বক রক্ষাকারী ব্যাকটেরিয়া মরে যেতে পারে, পাশাপাশি যে মানের অ্যালকোহল দিয়ে স্যানিটাইজার তৈরি হওয়া দরকার, তার চাইতে নিম্নমানের অ্যালকোহল ব্যবহার করছে অসাধু ব্যবসায়ীরা।
