অতিথি থাকবেন সর্বসাকুল্যে ২৫০ জন, বিগত বছরগুলোর মতো দিল্লির বিভিন্ন স্কুলের পড়ুয়ারা উপস্থিত থাকবে না। পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা থাকবেন পি পি ই পরিহিত , পারস্পরিক দূরত্ব মেনে পাতা থাকবে চেয়ার। করণা পরিস্থিতিতে এই ভাবেই স্বাস্থ্যবিধি মেনে এই বছর লালকেল্লায় পালিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। প্রতিবছর ১ হাজার জন অতিথি উপস্থিত থাকলেও এবারের অনুষ্ঠান হবে একেবারেই ছোট আকারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করবেন । এই অনুষ্ঠানে কারা আমন্ত্রিত থাকবেন সেই চূড়ান্ত আমন্ত্রিত এর তালিকা তৈরি করবে প্রতিরক্ষামন্ত্রক।
