রাজ্য স্বাস্থ্য মন্ত্রক যখন দৈনিক করনা পরীক্ষার সংখ্যা ২৫ হাজারে নিয়ে যেতে চাইছে, তখন মাত্র ৪০০ টাকায় করণা পরীক্ষার সুযোগ করে দিতে নতুন যন্ত্র, যার পোশাকি নাম নভেল টেকনোলজী ফর কভিড 19 রেপিড টেস্টের কথা জানাল আইআইটি খড়গপুর। যন্ত্রটির দামও বেশি নয়, মাত্র ২০০০ টাকা; আর মাত্র এক ঘণ্টার মধ্যেই জানা যাবে রিপোর্ট। তবে এখনই এই যন্ত্রে পরীক্ষা করা যাবে না, অনুমোদনের জন্য পাঠানো হয়েছে আই সি এম আর এর কাছে। ডিভাইসটি পোর্টেবল, দেখতে অনেকটাই ল্যাপটপ এর মত।
