সম্প্রতি লকডাউন চলাকালীন সময় ত্রাণ দেয়াকে কেন্দ্র করে কামারহাটি পৌরসভা এলাকায় ২৯ নম্বর ওয়ার্ডের নিউ আদর্শনগরে একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক মারধর করা হয় স্থানীয় এক যুবককে। পরে হাসপাতলে মৃত্যু হয় সৌমেন দাস নামের ওই যুবকের। সম্পূর্ণ বিষয়টিতে অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল পৌর মাতা রুপালী সরকার ও তার অনুগামী তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে শুরু হয়েছে ৩০২ ধারায় খুনের মামলাও। ঘটনায় এলাকায় তীব্র বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার সমস্ত দায় গিয়ে পড়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস এর উপরেই। ফলে এলাকায় দলের ভাবমূর্তিও বিরাট ধাক্কা খায়। আর এবার আসন্ন পৌর ও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেই ক্ষত মেরামতির কাজে হাত লাগালেন স্বয়ং সাংসদ সৌগত রায়, পৌর প্রশাসক গোপাল সাহা সহ দলের অন্যান্য নেতৃস্থানীয় কর্মীরা। এদিন লকডাউন এরমধ্যেই প্রবল বৃষ্টি উপেক্ষা করে আয়োজন করা হলো একটি রক্তদান শিবিরের। জলমগ্ন শিবিরে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার প্রায় সমস্ত প্রাক্তন তৃণমূল পৌর প্রতিনিধিরাই। লক ডাউন এর নিয়ম মেনে রক্তদান করলেন ৫০ জন তৃণমূল কর্মী সমর্থক। এখন দেখার এবারে ওয়ার্ডে কতটা জমি উদ্ধার করতে পারে তৃণমূল কংগ্রেস।