আনলক পর্বে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসকেরা, এবার সেই আশঙ্কাতে শিলমোহর দিয়ে রাজ্যের ফের লোকজনের ঘোষণা রাজ্য প্রশাসনের, তবে এবার আর তা না লকডাউন নয়, বিশেষজ্ঞদের সাথে আলোচনার ভিত্তিতে প্রতি সপ্তাহে দুদিন করে কড়া ভাবে পালিত হবে লকডাউন। এদিন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর স্থির হয়েছে সংক্রমণ শৃংখল ভাঙতে এই লকডাউন কড়া ভাবে কার্যকর করা হবে গোটা রাজ্যে, সপ্তাহের দুদিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত কিছু। বন্ধ থাকবে অফিস কাছারি, বাজার হাট সহ গণপরিবহন ব্যবস্থা। এই সপ্তাহে দুদিনের লকডাউন মানা হবে আগের সার্বিক লকডাউন এর সমস্ত নিয়মগুলো, তবে আরো কঠোরভাবে। আগামী ২৯ শে জুলাই পর্যন্ত লোকজনের দিন ঘোষণা করেছে প্রশাসন, লকডাউন থাকবে চলতি সপ্তাহের বৃহস্পতিবার মানে ২৩ জুলাই এবং শনিবার ২৫ শে জুলাই, পরবর্তী সপ্তাহে লকডাউন থাকবে বুধবার, মানে ২৯ শে জুলাই। পরবর্তী লকডাউন এর দিনগুলি ঘোষণা করা হবে আগামী সোমবার, মানে ২৮ জুলাই। এখনো পরিষ্কার ভাবে না জানানো হলেও এই প্রক্রিয়া যে অগাস্ট মাস জুড়ে জারি থাকতে পারে, তার ইঙ্গিত দেওয়া হয়েছে এদিন ।