বয়সটা যে নিছক একটা সংখ্যা মাত্র তার প্রমাণ করলেন খড়দহের রহড়া রামকৃষ্ণ পল্লীর গৃহবধূ প্রতিমা চক্রবর্তী গাঙ্গুলী। বিয়ে হয়েছিল সেই কবে, স্বামীর হাত ধরে কিশোরী মেয়েটি পা রেখেছিল শ্বশুরবাড়ির ভরা সংসারে। যৌথ পরিবার, নিজের দুই ছেলে, সবকিছু সামলে আর সামনে আনা হয়নি নিজের ইচ্ছে টাকে । খাঁচাবন্দি ইচ্ছে এবার ডানা মেললো তার দুই ছেলে অয়ন আর অর্পণ এর হাত ধরে। বড় ছেলে আইনজীবী অয়নই মায়ের ইচ্ছে মেলবার মুখ্য কারিগর, আর তার সাথে সমানতালে সহযোগিতা করে গেছে ইঞ্জিনিয়ার ছেলে অর্পণ, দুই ছেলের চেষ্টায় ২০১৭ সালে তাদের মা পাস করেন মাধ্যমিক পরীক্ষা। তারপর বন্দিপুর আইডিয়াল স্কুল ফর গার্লস থেকে এবার তিনি পাশ করলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সবাই যখন ছেলের বিয়ে দিয়ে বাণপ্রস্থে যাবার চিন্তা করেন, সেই বয়সে প্রতিমা দেবী নতুন করে ডানা মেললেন নতুন আকাশে।