হিঙ্গলগঞ্জ এর ভেটকিয়া গ্রামের একটি পরিবারের মধ্যে ছোট একটি রাস্তার জমি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল শরিকি ঝামেলা। এদিন লকডাউন এর মধ্যে সেই ঝামেলা রূপ নিল দাঙ্গার। দু’পক্ষের ৭০-৮০ জন আচমকাই জড়িয়ে পড়ে মারামারিতে। আর বৃদ্ধ-বৃদ্ধা থেকে যুবক-যুবতী সবাই বাঁশ লাঠি ইত্যাদি দিয়ে ঝাঁপিয়ে পড়ে একে অপরের উপরে। সৃষ্টি হয় যুদ্ধক্ষেত্রের। পরিশেষে, ঘটনায় আলিমুন বিবি, মনোয়ারা বিবি, শাকিলা বিবি, আসলিমা বিবি, তসলিমা বিবি সহ মোট দশজনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয সান্ডেরবিল গ্রামীণ হাসপাতালে, আহত হয়েছে আরো ৫ জন। পরে হিঙ্গলগঞ্জ থানা থেকে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছে থানায়।