উত্তর 24 পরগনা জেলা সদরে অবস্থিত জেলার সবচাইতে বড় হাসপাতাল, বারাসাত জেলা হাসপাতাল জেলার বিভিন্ন প্রান্ত থেকে দৈনিক হাজার হাজার রোগী বিভিন্ন রোগের সরকারি চিকিৎসা পরিষেবা পেতে হাজির হন এই হাসপাতালে, কিন্তু পরিষেবা মেলে কি? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। কারণ সাধারণ মানুষের অভিযোগ দালালরা কব্জা করে ফেলেছে পুরো হাসপাতাল পরিচালন ব্যবস্থা কেই, এমনকি ঔষধ কেনার ক্ষেত্রেও চলছে দালালী রাজ, চিকিৎসকেরা অসহায় গরীব রোগীদের বাধ্য করছেন হাসপাতালের পিছনে একটি নির্দিষ্ট বেসরকারি ওষুধের দোকান থেকে চড়া দামে ওষুধ কিনতে।