হাবরা বিধানসভা এলাকার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, পৌরসভা ও পঞ্চায়েতগুলি মিলিতভাবে আগামী ২২শে জুলাই পর্যন্ত এলাকায় লকডাউন এর সিদ্ধান্ত নিয়েছে ক্রমবর্ধমান করণা সংক্রমণ রুখতে। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভা এলাকা ইতিমধ্যে লাল অতি সংক্রমিত এলাকা বলে চিহ্নিত হয়েছে। দোকানপাট, বাজার হাট বন্ধ থাকলেও, পথে দেখা যাচ্ছে কিছু মানুষের বাধ্য যাতায়াত যাদের অনেকের মুখেই নেই আধুনিক মুখ আবরণী বা মাস্ক, কেউ মুখ থাকছেন রুমালে, কেউ বা আঁচলে বা কাপড়ের খুঁটে। বিষয়টি নজর এড়ায়নি স্থানীয় বিধায়ক, রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। এদিন সকালে হঠাৎই মন্ত্রীর গাড়ি এসে হাজির হাবরা বানিপুর এলাকায়, সাথে পৌরসভার প্রশাসক নিলিমেশ দাস সহ অন্যান্য দলীয় কর্মীরা। মন্ত্রী কে দেখা গেল নিজের হাতে সরকারি স্বয়ম্ভর গোষ্ঠী গুলোর তৈরি মাস্ক তুলে দিতে এলাকার মানুষজনের হাতে। এরপর গৌড়বঙ্গ রোড ধরে যেতে যেতে মাঝে মাঝেই গাড়ি থামিয়ে তাকে দেখা গেল মানুষের হাতে শুধু মাস্ক তুলে দেওয়াই নয়, সাথে সাথে তাদের করোনা সম্পর্কিত সতর্কতা মেনে চলার অনুরোধ করতে।