করোনা মোকাবেলায় দেশজুড়ে চলছে আনলক টু পর্ব। কিন্তু সংক্রমনের গতি ঊর্ধ্বমুখী হওয়ার ফলে আমাদের রাজ্যে শুরু হয়েছে সপ্তাহে দুদিন করে সার্বিক লকডাউন। আর সেই লকডাউন এর মধ্যেও নিমতা ফতেল্লাপুর থেকে উদ্ধার হল ঝুড়ি ভর্তি কৌটো বোমা। গোপন সূত্রে খবর পেয়ে নিমতা থানার পুলিশের একটি বিশেষ দল গভীর রাতে হানা দেয় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে নিমতা স্বাস্থ্য কেন্দ্রের উল্টো দিকে। একটি ঝোপের আড়াল থেকে উদ্ধার হয় ঝুড়ি ভর্তি ন’টি তাজা কৌটো বোমা। পরে সকালে সিআইডি র বোম ডিস্পোজাল স্কোয়াডের সদস্যরা নিমতা বালির মাঠ এলাকায় সেগুলিকে নিষ্ক্রিয় করে। ভরদুপুরে বোমা ফাটার তীব্র আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকা জুড়ে। কিন্তু কে বা কারা এই লক ডাউন এর মধ্যেও বোমাগুলো এখানে নিয়ে এলো, সে বিষয়ে তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ।