তিন মাসের দীর্ঘ লকডাউন এরপরেও করোনা সংক্রমনের হার কমেনি। বরং হার এখন উৎকণ্ঠা বাড়াচ্ছে প্রশাসনিক স্তরে। জারি করা হয়েছে সপ্তাহে দুই দিনের কড়া লক ডাউনের । যাতে সংক্রমণ শৃংখল ভাঙ্গা সম্ভব হয়, পাশাপাশি আক্রান্তদের চিকিৎসার জন্য নিত্যনতুন পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, উপসর্গবিহীন আক্রান্তদের জন্য আলাদা করে চিকিৎসা কেন্দ্র বা সেফ হাউজ গড়ে তোলার পরামর্শ মেনে এবার রাজ্য জুড়ে শুরু হয়েছে সেই কাজ, ব্যারাকপুর মহকুমার দুটি স্টেডিয়াম, নৈহাটি ও খড়দহ তে সেফ হাউজ গড়ে তোলার কাজ শেষ হওয়ার পর এই দিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ৮৬ শয্যাবিশিষ্ট সেফ হাউজের। প্রারম্ভিক অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক পার্থ ভৌমিক, নৈহাটির পৌর প্রশাসক অশোক চ্যাটার্জী সহ বহু বিশিষ্ট চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা।