সংখ্যাটা সরকারিভাবে জানানো হচ্ছে না ঠিকই, কিন্তু সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতা ,গত কয়েক সপ্তাহে পানিহাটি পৌরসভা অঞ্চলেও করোনা তার থাবা বসিয়েছে ভয়ংকরভাবেই। পৌরসভা অন্তর্গত এমন এলাকা খুব কম আছে, যেখানে করোনা রোগীর বা রোগের অস্তিত্ব নেই। মৃত্যুও হয়েছে একাধিক জনের। এই পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক রেখে করোণা প্রতিরোধে অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পানিহাটি পৌরসভা ও খড়দহ থানা। জানানো হয়েছে সরকার ঘোষিত সাপ্তাহিক লকডাউনের দুদিন বাদে অন্য পাঁচ দিন পৌরাঞ্চলে সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকবে সাধারণ দোকানপাট, বাজার হাট ইত্যাদি। খোলা রাখা যাবে শুধুমাত্র ওষুধের দোকান। তবে হোম ডেলিভারি করা যাবে সাধারণ লকডাউনের নিয়ম মেনেই। বেলা বারোটার পর সাধারণ মানুষের গতিবিধি ও নিয়ন্ত্রিত হবে। জরুরী দরকার ছাড়া বাইরে বার হওয়া যাবে না, দরকারে বার হলেও মাস্ক পড়তে হবে, ব্যবহার করতে হবে স্যানিটাইজার। অন্যথায় প্রশাসন অতিমাড়ি আইনে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। এদিন সকাল থেকেই দেখা গেল পুলিশ ও পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জনবহুল জায়গায় চলছে লকডাউনের প্রচার।