করনার জন্য এক বছর পিছিয়ে গেলেও ভারতীয় অলিম্পিক সংস্থার বিশ্বাস আগামী বছর সফলতা অলিম্পিক হবে টোকিয়োয়। এই অলিম্পিকসে নামার জন্য মুখিয়ে আছে ভারতের খেলোয়াড়েরাও। টোকিও অলিম্পিক শুরু হওয়ার ঠিক এক বছর বাকি আর। এই উপলক্ষে আইওএ আয়োজক এবং বিশ্বজুড়ে খেলোয়াড় এবং ক্রীড়া কর্তাদের বার্তা দেয়।
