
সপ্তাহে দুদিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন, এ সপ্তাহে বৃহস্পতি এবং শনিবার। করণা পরিস্থিতি সামাল দিতে এবার গোটা রাজ্যে সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউন এর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন চলতি সপ্তাহের বৃহস্পতি ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে। আগামী সপ্তাহে বুধবার লকডাউন থাকবে, ওই সপ্তাহের দ্বিতীয় দিনটি আগামী সোমবার ঘোষণা করা হবে। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর স্বরাষ্ট্র সচিব জানান, রাজ্যে কিছু গোষ্ঠী সংক্রমনের ঘটনা ঘটেছে সেই প্রেক্ষিতেই সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত।
