এবার সরাসরি উপভোগ তার কাছে প্রকল্প নিয়ে পৌছে যাচ্ছে কেন্দ্র, প্রকল্পটি কার্যকর হলো পশ্চিমবঙ্গেও। এতদিন টমেটো পিয়াজ এবং আলু দূরবর্তী এলাকায় নিয়ে বিক্রি করতে হলে পরিবহন এবং গুদামের খরচের ৫০% ভর্তুকি দিত কেন্দ্র। এখন থেকে এর পাশাপাশি সব ধরনের আনাজ এবং ফলে একই ধরনের সুবিধা দেবে কেন্দ্র। প্রকল্পের সুবিধা পেতে গেলে সরাসরি কেন্দ্রের কাছে নথি পাঠালেই চলবে। উপভোক্তা সরকারি সুবিধা পেয়ে যাবেন ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে।
