হ্যারি পটার , ৯০ দশকের প্রজন্মের কাছে ছোট থেকে বড় হয়ে ওঠার একটা আবেগ । কল্পনার জগত ও বাস্তবতার এক অদ্ভুত মিলন হ্যারি পটার । আর
“হ্যারি পটার” এর গল্প অনুযায়ী হ্যারির জন্মদিন ৩১শে জুলাই, ১৯৮০, হিসেব অনুযায়ী এই বছর হ্যারি পটারের চল্লিশতম জন্মদিন।
‘অক্সফোর্ড বুক স্টোর’ পালন করতে চলেছে সেই জনপ্রিয় চরিত্র হ্যারি পটারের ৪০ তম জন্মদিন।
সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে ২৫-৩১ শে জুলাই পর্যন্ত পালিত হচ্ছে ‘হ্যারি পটার উইক’।
‘অক্সফোর্ড বুক স্টোর’ এ প্রত্যেকদিনই থাকছে নতুন কোনো ম্যাজিকের খেলা , যাদুবিদ্যা নিয়ে সভা এবং ছোটদের নিয়ে নানান প্রতিযোগিতা ।
কলকাতা ও পিছিয়ে নেই হ্যারি পটারের জন্মদিন পালন করতে, ‘চা-বার’ কলকাতায় থাকছে বিশেষ ‘হগওয়ার্টস ফিস্ট মেনু’ও , বাড়িতেই পাওয়া যাবে বিভিন্ন খাদ্য সরবরাহকারী সংস্থার মাধ্যমে ।
