এদিন বি সি রায় হাসপাতালে কয়েকজন শিশু আসে করোনা উপসর্গ নিয়ে। অস্ত্রোপচারের আগে কয়েকজনের করোনা পরীক্ষা করা হয়। ২১ জনের নমুনা পাঠানো হয় পরীক্ষাগারে। তাদের মধ্যে ১৭ জনের রিপোর্ট পসিটিভ আসে। হাসপাতাল সূত্রে খবর , আক্রান্ত শিশুরা গুরুতর অসুস্থ নয়। সকলেই স্থিতিশীল অবস্থায় রয়েছে।