সোনারপুরের বৈকন্ঠপুর জগদ্ধাত্রী পুজোয় রাজস্থান থেকে আনা শ্বেতপাথরের দেবী মূর্তির সামনে দেওয়া হল ৬০১ পদের অন্নকূট। এই অন্নকূটে আছে ১৫৭ পদের রান্না, ১১৭ রকমের বিভিন্ন সাজের জিনিস, ১৩৫ রকমের মিষ্টি, ৩৩ রকমের ফল, ৪৮ রকমের সবজি, ১৮০ রকমের চিপস,১৫ রকমের আচার, ১০ রকমের চাটনি, ১৭ রকমের শাক ভাজা , বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয়, বাদাম ও বিভিন্ন স্ন্যাক্স এবং দুটি বেনারসিসহ ১২০ টি শাড়ি। এই শাড়ি গুলি পরের দরিদ্র মানুষদের দান করে দেওয়া হবে।