রাজ্যে করনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, বাড়ছে করনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও।
রাজ্যের সংশোধনাগার গুলির মধ্যে কোন সংক্রমনের কথা বারবার উঠে এসেছে।
এবার রাজ্য প্রথম হুগলি জেলা সংশোধনাগারের থাকা এক জেলবন্দির মৃত্যু হল সোমবার রাতে।
সূত্রের খবর , বধূ নির্যাতন সংক্রান্ত মামলায় পাঁচ বছর ধরে সংশোধনাগারে ছিলেন ওই বছর ৬৫ এর বন্দী এবং তার দুই নিকট আত্মীয়।
কয়েকদিন আগে সামান্য জ্বর হয়েছিল, আইসোলেশন রাখা হয়েছিল বলে সংশোধনাগার সূত্রে খবর। সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
এদিন হুগলি সংশোধনাগার টিতে জীবানু নাশ এর কাজ করা হয়েছে।
বলাবাহুল্য, করনার প্রভাব থেকে দূরে থাকতে পারল না রাজ্যের সংশোধনাগার গুলিও। কর্মী আধিকারিকদের মধ্যে সংক্রমনের হার ছিল অধিক, তবে এখন বেশিরভাগই করনা মুক্ত। এখন দেখা যাচ্ছে বন্দীদের মধ্যে সংক্রমনের হার বেশি।
কারা দপ্তরের সূত্রের খবর, রাজ্যের সমস্ত সংশোধনাগার মিলিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৯০, তবে সব রকম চেষ্টা চালানো হচ্ছে পরিস্থিতি মোকাবিলা করতে।