করণা আবহে দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে। প্রত্যেকটি শিল্প ক্ষেত্রই ক্ষতির সম্মুখীন হয়েছে। বাদ পরল না একসময় দেশের বৃহত্তম টেলিকম সংস্থার ভোডাফোন আইডিয়া বা ভি আই এল।
গত অর্থবছরের প্রথম ৩ মাসের তুলনায়, চলতি বছরের প্রথম তিন মাসে সংস্থাটির লোকসান বেড়েছে ৫ গুণেরও বেশি। এপ্রিল-জুনে তাদের ক্ষতি হয়েছে ২৫ হাজার কোটি টাকারও বেশি।
আরও জানা যাচ্ছে, লাইসেন্স স্পেকট্রাম ফি এবং অন্যান্য বকেয়া সংস্থান লোকসানের অন্যতম কারণ। যেমন বকেয়া অর্থ সংস্থানের জন্য গত ত্রৈমাসিকেও এয়ারটেলের ১৫,৯৩৩ কোটি টাকা লোকসান হয়েছে, গতবছর লোকসানের পরিমাণ ছিল ২৮৪৪ কোটি।
সংস্থাটির এমডি তথা সিও রবীন্দ্র টক্করের বক্তব্য, করোনা এবং করোনা প্রতিরোধে লকডাউন এ রিচার্জ করানোর দোকানগুলো বন্ধ ছিল আগের বছর গুলিতে কখনোই হয়নি এবং আর্থিক কারনেও অনেক গ্রাহক রিচার্জ করাতে পারেননি। তার ফলেই সংস্থাটির এর ওপর প্রভাব পড়েছে।

সব মিলিয়ে সংস্থাটির ভবিষ্যৎ নিয়ে সংশয় বালল সংশ্লিষ্ট মহলের একাংশের মধ্যে। তবে অন্য সুরও শোনা যাচ্ছে। একাংশের বক্তব্য একেবারে হাল ছেড়ে দেওয়ার মতো পর্যায়েও পৌঁছয়নি টেলিকম সংস্থাটি।