অবসর গ্রহণের পাঁচ মাস আগেই করণা সংক্রমণে মৃত্যু হল ১ আরপিএফ জোয়ানের। পূর্ব রেল শাখায় এই প্রথম কোন আরপিএফ জওয়ানের মৃত্যু হল বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী। জানা গেছে মুজিবুর রহমান নামের ওই আরপিএফ কর্মী শিয়ালদহ মেইন শাখায় কর্মরত ছিলেন, থাকতেন নারকেলডাঙ্গা রেল কোয়াটারে । গত ২৫শে জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন বিআর সিং হাসপাতলে। ২৮ জুলাই তার করোনা পসেটিভ রিপোর্ট আসে, আর সেখানেই আজ সকালে মৃত্যু হয় মুজিবুর রহমানের।
