রবিবার সাতসকালে বাসের ধাক্কায় মৃত্যু হল এক ভ্যান চালকের। এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অন্তরগর্ত জিরাট রোডের টেলিফোন এক্সচেঞ্জ এলাকা। মৃত ভ্যান চালকের নাম নিতাই অধিকারী , কুমড়ো কাশীপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর , ভ্যান চালক নিতাই অধিকারী , বাইপাস থেকে জিরাট রোডে ওঠার সময় , অশোকনগর থেকে হাবরার দিকে আসা এই রুটের একটি বাস দুরন্ত গতিতে ছুতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তার উপর ছিটকে পড়ে ভ্যানচালক। খবর পেয়ে ঘটনাস্থলে হাবড়া থানার পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। ঘাতক বাসটিকে ও চালককে আটক করেছে হাবরা থানার পুলিশ।