নৈহাটির বিজয়নগরের বাসিন্দা অভিজিৎ সাহা পিতৃহীন হন গত ৭ইজুলাই। আর মাত্র ৯ দিনের মাথায় হারান মা গায়ত্রী দেবীকেও। আচমকাই পিতৃ-মাতৃহীন অভিজিৎ দুজনের পারোলৌকিক কাজ সারেন একই দিনে। তারপর আজ ছিল নিয়মভঙ্গের দিন। কিন্তু করোনার দাপটে দিশাহীন সময়ে দাঁড়িয়ে তিনি স্থির করেন বাবা-মায়ের উদ্দেশ্যে প্রকৃত শ্রদ্ধা জানাতে তিনি দরিদ্র নারায়ন সেবার আয়োজন করবেন সাধ্যমত। তার এই প্রস্তাব শুনে এগিয়ে আসে নৈহাটির স্বাধীনতা দিবস উদযাপন কমিটি ও গান্ধীজী জন্মোৎসব উদযাপন কমিটি। তাদের সহযোগিতায় আজ দুপুরে নৈহাটি স্টেশন সংলগ্ন এলাকার শতাধিক মানুষের মুখে তুলে দেওয়া হল দ্বিপ্রাহরিক আহার। আর করোনা আবহে হঠাৎ করে ভালো খাবার হাতে পেয়ে খুশির ঝিলিক দরিদ্র ঐ সমস্ত মানুষ গুলির চোখেমুখেও।