দক্ষিণ কলকাতার দুটি পৃথক স্থান থেকে দুই তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো। প্রথম ঘটনাটি ঘটেছে তিলজলার শিবতলা লেনে। মৃতা তরুণীর নাম নাফিজা নাজ। এদিন প্রতিবেশীরা বছর পঁয়ত্রিশের ওই তরুণীকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে। তারপর প্রতিবেশীরাই খবর দেয় কড়েয়া থানায়। খবর পেয়েই পুলিশ এসে দেহ উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তরুণীর ঘর থেকে কোনো সুইসাইড নোট মেলেনি। তবে পুলিশের প্রাথমিক অনুমান,আত্মহত্যা করেছেন ওই তরুণী।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার পর্ণশ্রী থানা এলাকায়। বছর সতেরোর ওই কিশোরীর বাবা ওই কিশোরীর নিজের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। তারপর প্রতিবেশীদের সাহায্যে তিনি মেয়েকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট্ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এক্ষেত্রেও কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ।