২০১৯ সালেই শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’ এর তরফে ঘোষণা করা হয়েছিল ‘বব বিশ্বাস-২’ এর কাজ খুব শীঘ্রই শুরু হবে। আর যেমন কথা তেমনি কাজ! চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল বব বিশ্বাস-২ এর শুটিং। তখন শুটিংয়ের কাজে কলকাতায় এসেছিলেন অভিষেক বচ্চন। টানা এক মাসের বেশি কাজ হওয়ার পর করোনার কারণে বন্ধ হয়ে যায় শুটিং।
এবার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার পর ফের কলকাতায় পা রাখলেন অভিষেক বচ্চন। কাল, ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে শুটিংয়ের কাজ। শুটিং চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। মূলত পাটুলি, পঞ্চসায়র, ময়দান, বেনিয়াপুকুর অঞ্চলগুলিতে শুটিংয়ের কাজ চলবে।