সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেখানো হয় সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সঙ্গে যোগ রয়েছে বলিউডের আরেক অভিনেতা অক্ষয় কুমারের। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। খবরটি অক্ষয় কুমারের কানে যেতেই তিনি ঘটনার তীব্র নিন্দা করেন। তার পাশাপাশি তিনি ওই ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।
অভিযুক্ত ইউটিউবারের নাম রশিদ সিদ্দিকী। রশিদের ইউটিউব চ্যানেলে দেশ-বিদেশের বিভিন্ন তারকাদের সম্বন্ধে ভুয়া খবর প্রকাশিত হতো।